Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ক্রুয়েলা টু’তে ফিরছেন এমা স্টোন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন ‘ক্রুয়েলা’র দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় ভূমিকায় ফিরবেন। ডিজনির এনিমেটেড ক্লাসিক ‘হান্ড্রেড ওয়ান ডালমেশান’-এর লাইভ অ্যাকশন প্রিকুয়েল থিয়েটারে মুক্তি পাবার পরপরই এই তথ্য প্রকাশ করা হল। ক্রুয়েলা ডেভিল হল ‘হান্ড্রেড ওয়ান ডালমেশান’-এর ভিলেন। ফিল্মটি ব্যানার এন্ডেভারের নির্বাহী চেয়ারম্যান প্যাট্রিক হোয়াইটসেল বলেন : “বিনোদন মাধ্যমের যাত্রা বাধাগ্রস্ত হবার পর পরিবেশক, ক্রিয়েটিভ পার্টনাররা আর বসে থাকতে চাইছে না, তাই পরিস্থিতি বদলের চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন : “এই নতুন চুক্তিতে শিল্পী ও স্টুডিওর মাঝে সমঝোতা প্রতিফলিত হয়েছে।” “আমরা এমা আর ডিজনিকে পাশে পেয়ে গর্বিত। আমরা আশা করছি এই নতুন চুক্তি ক্রিয়েটিভ দল আর প্রযোজকদের নতুন পথ দেখাবে।” স্টোন চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। ‘ক্রুয়েল’ ওটিটিতেও পাওয়া যাচ্ছে। স্কারলেট জোহান্সনের চুক্তি খেলাপ মামলার পর এই নতুন চুক্তি হয়েছে। তার অভিনয়ে ‘বø্যাক উইডো’ থিয়েটারের পাশাপাশি ওটিটিতে মুক্তি দেয়ার স্টুডিওর সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ