Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ক্রুয়েলা’তে ডিজনি ভিলেন ক্রুয়েলা ডে ভিলকে পর্দায় আনছেন এমা স্টোন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

খুব কম অভিনেত্রী যা করেছে তা করেছেন এমা স্টোন। তিনি ডিজনির ভিলেন ক্রুয়েলা ডে ভিলকে পর্দায় তুলে ধরেছেন। ‘ক্রুয়েলা’ ফিল্মে স্টোন ক্রুয়েলা ডে ভিলের ভূমিকায় অভিনয় করেছেন। প্রথমে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবার পর সম্প্রতি ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের শুরুতে দেখান হয়েছে লালচুলো ক্রুয়েলাকে। তারপর একে একে তার বিবর্তন হয় অর্ধেক কালো আর অর্ধেক সাদাচুলের ভিলেনে। শক্তিশালী কিছু সংলাপ আর তিনটি ডালমেশান কুকুরকে দেখান হয়েছে ট্রেলারে। ডিজনি জানিয়েছে আগামীবছর ২৮ মে ‘ক্রুয়েলা’ মুক্তি পাবে। ২০১৯-এর আগস্টে এমার ফার্স্ট লুক প্রকাশিত হয়। ডিটোয়েন্টিথ্রি এক্সপোতে সেই সময় এমা স্টোনের সঙ্গে ছিল সাদাকালো মেশানো তিনটি ডালমেশান জাতের কুকুর। এমা জানান ১৯৭০ দশকের পাঙ্ক রক আদলে ক্রুয়েলাকে দেখান হবে। ক্রেইগ গিলেসপির পরিচালনায় ফিল্মটিতে আরও অভিনয় করেছেন এমা থমসন। ক্রুয়েলার চরিত্রটি এক ফ্যাশন সচেতন নারীর যে কুকুরের চামড়ার কোটে আসক্ত। ১৯৯৬ সালের মূল ‘হান্ড্রেড ওয়ান ডালমেশান’ ফিল্মে মার্কিন অভিনেত্রী গ্লেন ক্লোস অভিনয় করেছিলেন। ২০০০ সালে এর সিকুয়েল ‘হান্ড্রেড টু ডালমেশান’ মুক্তি পায় যাতে নির্বাহী প্রযোজক ছিলন ক্লোস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ