Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরান ঢাকায় হেলে পড়েছে ছয় তলা ভবন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১১:৩৮ পিএম

পুরান ঢাকার সূত্রাপুরে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনের ‘হাজীবাড়ি এতোটুকু বাসা’ নামের ভবনটি হেলে পড়ে। এসময় ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বাসিন্দাদের দ্রুত ভবন থেকে নামিয়ে আনা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ছয় তলা ভবনটি পুরনো। ছয়টি পরিবারের বাস। ভবনটির পাশে একটি চারতলা ভবন রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। এ কারণে ওই ভবনের বাসিন্দাদেরও ভবন থেকে বাইরে বের করে আনা হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার পর সেটি সিলগালা করে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেলে পড়েছে ভবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ