Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রান্নার অনুষ্ঠান উপস্থাপনা উপভোগ করছি-ছন্দা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

অভিনয়ের বাইরে একটি রান্না বিষয়ক অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। গাজী টিভিতে এটি প্রচার হচ্ছে। উপস্থাপনা প্রসঙ্গে ছন্দা বলেন, রান্নার প্রতি বরাবরই তার দুর্বলতা আছে। অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের রান্না করা আমার শখ। এটি একটি শিল্প। এ শিল্পকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্যই রান্নার অনুষ্ঠানটি করছি, উপভোগও করছি। তাছাড়া সব সময় নতুন নতুন রান্না শেখার ইচ্ছা কাজ করে। আমার বাসাতেও প্রায় সময় রান্নার নতুন আইটেম করার চেষ্টা করি। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের নামকরা শেফদের অতিথি করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাছ থেকে আমিও রান্নার নতুন আইটেম শিখতে পারি। এদিকে ছন্দা নিয়মিত অভিনয়ও করছেন। দীপ্ত টিভির প্রচার চলতি মাশরাফি জুনিয়র, বাংলাভিশনের প্রচার চলতি মমতাজ মহল ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এ ছাড়া তার হাতে আছে ৩টি চলচ্চিত্র। এগুলো হলো, আকরাম খানের নকশি কাঁথার জমিন, মুশফিকুর রহমান গুলজারের টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা। শহীদ রায়হানের একটি সিনেমার কাজও খুব শিগগিরই শুরু করবেন। চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে প্রায়ই সিনেমার প্রস্তাব পেতাম। নানা কারণে তখন সিনেমায় আগ্রহী ছিলাম না। তবে এখন বড়পর্দার কাজের প্রতি মনোযোগী হয়েছি। ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত কাজ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ