Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের সিনেমায় ছন্দা ও অর্ষা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এর আগে শাহরিয়ার নাজিম জয় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও এখন পর্যন্ত একটিমাত্র চলচ্চিত্র নির্মাণ করেছেন। নাম ‘প্রার্থনা’। এটি গত বছর মুক্তি পায়। এক বছর বিরতির পর জয় আবারো নতুন চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু করেছেন। তার এ সিনেমার নাম ‘অর্পিতা’। সিনেমাটির গল্প নিয়ে জয় বেশ সিরিয়াস এবং আশাবাদী। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য নির্দেশনা শাহরিয়ার নাজিম জয়ের। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ছোটপর্দার অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। জয় বলেন, ‘নি¤œ মধ্যবিত্ত নারীদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প নিয়েই অর্পিতা সিনেমার গল্প। গল্পে চরিত্রানুযায়ী ছন্দা এবং অর্ষাকে নিয়ে কাজ করছি। দু’জনই দুটি চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। একজন কাহিনীকার হিসেবে আমি অনেক সাড়া পেয়েছি, প্রশংসিতও হয়েছি। যেহেতু অর্পিতার গল্প আমারই লেখা, তাই এটি নির্মাণক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা আছে। গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা, তাই অনেক বেশি উচ্ছ¡সিত। গল্পটা অসাধারণ লেগেছে। যদি যথাযথভাবে কাজটা শেষ করা যায়, তাহলে দর্শকের কাছে এটি বেশ গ্রহণযোগ্যতা পাবে। জয়ের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। তাই সবদিক মিলিয়ে আশা করছি ভালো কিছুই হবে।’ গত ২৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয়েছে। এতে পূজা চরিত্রে অভিনয় করছেন অর্ষা। অর্ষা বলেন, ‘সিনেমা এবং নাটকের মধ্যে অনেক পার্থক্য। আমি প্রথম দিন বুঝতেই পারিনি যে কী করছি আমি। অনুভূতিটা আমার কাছে মিশ্র মনে হচ্ছিলো। যে কারণে বারবার মনে হচ্ছিলো, অভিনয় কী পারছি আমি!’ জয় জানান, আগামী নারী দিবসে সিনেমাটি মুক্তি পাবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অর্পিতা’র সিনেমাটোগ্রাফি করছেন গোলাম মোস্তফা বাচ্চু। সিনেমাটিতে আরো অভিনয় করছেন ড. এনামুল হক, এস এম মোহসীন, শবনম পারভীন প্রমুখ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করভেন জয় নিজেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়ের সিনেমায় ছন্দা ও অর্ষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ