Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পরীমণির মুক্তির দাবিতে শাহবাগে সমাবেশের ডাক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৩:৫৬ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এ নায়িকার তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের পর আগামী ২১ আগস্ট শাহবাগে বড় সমাবেশ ডেকেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। এদিন বিকেল ৪ চায় পরীমনির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করা হবে বলে জানানো হয়েছে।

সংগঠনটির আহ্বায়ক রবিন আহসান জানান, ‘২১ আগস্ট বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে তারা পরীমনির সুবিচারের পক্ষের সকল মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছেন।’

রবিন আহসান আরো বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে। তাই পরীমনির সুবিচার চাই। আমরা মনে করছি, যা হচ্ছে তাতে তিনি সুবিচার পাচ্ছেন না। শুধু একজন পরীমনির জন্য এই প্রতিবাদ করছি না। বাংলাদেশের পুরো নারী সমাজের জন্য এই সমাবেশের ডাক দিয়েছি।’

ফেসবুকেও পরীমনির মুক্তির দাবিতে সোচ্ছার হয়েছেন সবাই। সেখানে দাবি করা হচ্ছে পরীমনির সঙ্গে যা ঘটছে তা অন্যায়। বিষয়টি নিয়ে গত শনিবার (১৪ আগস্ট) ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-এর ব্যানারে মানববন্ধন হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে । সেখানে বক্তারা বলেন, ‘‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকের জামিন হয়েছে। তাহলে কেন বারবার পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে?’

এর আগে ১২ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি প্রদান করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।



 

Show all comments
  • Anwar+Hossain ১৯ আগস্ট, ২০২১, ৫:৪২ পিএম says : 0
    ‘স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে। ‘স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে। ‘স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Anwar+Hossain ১৯ আগস্ট, ২০২১, ৫:৪৪ পিএম says : 0
    Allah Hefazot Korun
    Total Reply(0) Reply
  • Belal ১৯ আগস্ট, ২০২১, ৬:১৪ পিএম says : 0
    ‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকের জামিন হয়েছে। তাহলে কেন বারবার পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে?’
    Total Reply(0) Reply
  • বদরুল আলম ১৯ আগস্ট, ২০২১, ৬:২৫ পিএম says : 0
    দেশে তোমরা আর নারী নির্যাতন দেখনা? তখনতো কাউকে ঘেউ ঘেউ করতে দেখিনা। পরীমনিকে সবাই মজা লুটতে চাও।
    Total Reply(0) Reply
  • আকাশ ১৯ আগস্ট, ২০২১, ৬:৪২ পিএম says : 0
    নোংরা মহিলার সমর্থকরাও যে নোংরা হবে এতে সন্দেহ নাই।
    Total Reply(0) Reply
  • মোঃ আকতার হোসেন মীর ১৯ আগস্ট, ২০২১, ৮:১৯ পিএম says : 0
    জাগো বিনোদন প্রেমিরা জাগো । জাগো নারিঅধিকার কমি'রা জাগো ।
    Total Reply(0) Reply
  • Delowar ১৯ আগস্ট, ২০২১, ৯:০১ পিএম says : 0
    পরিমনির মুক্তি চাই।
    Total Reply(0) Reply
  • ইখলাস ১৯ আগস্ট, ২০২১, ১০:৩৪ পিএম says : 0
    শাহবগীদের আবেগ আর কুত্তার বিবেক এক সমান। একটা .... মহিলাকে নিয়ে যা করছে এরা!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ