Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা হ্রাসের সাথে শনাক্ত কমলেও মৃত্যুর মিছিলে আরো ৮জন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৩:১৯ পিএম

দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা হ্রাসের সাথে শনাক্তের হার কমলেও বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশাল মহানগরী সহ জেলায় ৪ জন নিয়ে পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠীতে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জনই নারী। এনিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা ৬১৮’তে পৌছল। আর গত ২৪ ঘন্টায় মাত্র ১ হাজার ১৯৮ জনের নমুনা পরিক্ষায় ২৪১ জন সহ মোট শনাক্তের সংখ্যাটা দাড়িয়েছে ৪২ হাজার ১৬০ জনে। এনিয়ে চলতি মাসের ১৯ দিনে দক্ষিণাঞ্চলে ৮ হাজার ৩৬৭ জন করোনা আক্রান্তের মধ্যে ১৩৮ জনের মৃত্যু হল। যারমধ্যে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯। মৃত্যু হয়েছে ১৬ জনের।
দক্ষিণাঞ্চলে এপর্যন্ত ১ লাখ ৯০ হাজার ২৪২ জনের নমুনা পরিক্ষা হলেও গত কয়েকদিন ধরে সংখ্যাটা হতাশাব্যঞ্জক। শনাক্তের গড়হার পূর্ববর্তি ২৪ ঘন্টার তুলনায় দশমিক ১ ভাগ কমে ২২.৫৪% হলেও গত মাসের একই দিনে তা ছিল ১৯.১৯%। বুধবার ১ হাজার ৪৩৭ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৩২২।
তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে আরো ১ হাজার ৫০ জন সহ সর্বমোট ২৮ হাজার ২৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে সুস্থতার গড়হার এখন ৬৭.০৮%।
বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায়ও শনাক্ত ও মৃত্যুর শীর্ষে ছিল বরিশাল। তবে দীর্ঘদিন পরে বরিশালে শনাক্তের সংখ্যা ১শর নিচে নামল। এসময় মহানগরীতে ৪১ জন সহ জেলায় মোট শনাক্তের সংখ্যা ছিল ৯৯। মহানগরীর আমানতগঞ্জ ও ভাটিখানা ছাড়াও জেলার মুলাদী ও বাকেরগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে এসময়ে। যারমধ্যে দুজন নারী। এনিয়ে বরিশালে ১৭ হাজার ৩০৮ জন আক্রান্তের মধ্যে ২০৬ জনের মৃত্যু হল। যারমধ্যে মহানগরীতেই ১০ হাজার ৭২ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৯৯ জনের ।
গত ২৪ ঘন্টায় ভোলাতে ২৫৪ জনের নমুনা পরিক্ষায় ৬৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে দ্বীপ জেলাটির চরফ্যাশন ও ভোলা শহরে দুই নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে ৫ হাজার ৯৬৯ জন আক্রান্তের মধ্যে ৭৫ জনের মৃত্যু হল।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ২৫০ জনের নমুনা পরিক্ষায় ৩২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার পাশাাপাশি বাউফল উপজেলায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় থাকা এ জেলাটিতে ৫ হাজার ৭৯২ জন আক্রান্তের মধ্যে ১০৩ জনের মৃত্যু হল। পটুয়াখালীতে এখনো গড় মৃত্যুহার ১.৭৮%।
পিরোজপুরেও ৮৮ জনের নমুনা পরিক্ষায় গত ২৪ ঘন্টায় আরো ২৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। খুলনা-বাগেরহাটের সীমান্তবর্তী এ জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ৫৭ জন আক্রান্তের মধ্যে ৭৯ জনের মৃত্যু হলেও এখন নমুনা পরিক্ষা চলছে অত্যন্ত ঢিমে তালে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের এ জেলাটিতে নমুনা পরিক্ষা বৃদ্ধির তাগিদ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞগন। জেলাটিতে বৃহস্পতিবার পর্যন্ত গড় শনাক্তের হার ছিল ২৫.৬৯%।
দক্ষিণাঞ্চলের সর্বেচ্চ সংক্রমনের ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় মাত্র ১৭ জনের নমুনা পরিক্ষায় ৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের পাশাপাশি ৭৭ বছর বয়স্ক ১ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলোটিতে ইতোমধ্যে ৪ হাজার ৪৫ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৬৯ জন। জেলাটিতে শনাক্তের গড়হার ২৬.৯৩%।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৫৭ জনের নমুনা পরিক্ষায় ১৬ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৩ হাজার ৫৯৭ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৮৬ জনের। জেলাটিতে মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.৯৩%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ