Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নারায়ণগঞ্জে করোনায় আর ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৬

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ২:৩২ পিএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ৩০৫ জন মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। মৃত পুরুষদের মধ্যে একজন (৪৫) বন্দরের ও অপরজন (৭০) সদর উপজেলার বাসিন্দা এবং মৃত তিন নারী সোনারগাঁয়ের বাসিন্দা। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১২৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৩ হাজার ৭০৬ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩৭ জন, সদরে ২৮ জন, বন্দরে ১১ জন, আড়াইহাজারে ৯ জন, সোনারগাঁয়ে ১৩ জনন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৩৭ জন ও আক্রান্ত ৮ হাজার ৩২৯ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৫৪ জন ও আক্রান্ত ৪ হাজার ৯০৭ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১৪ ও মারা গেছেন ২৭ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ৬২৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ৪৯২ জন ও মারা গেছেন ৬৫ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬ জন।

জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৫১ হাজার ৮৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৫৯ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ২০ হাজার ২১৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৭ হাজার ২৭৩ জন, সদর উপজেলার ৪ হাজার ২০৪ জন, রূপগঞ্জের ৩ হাজার ৫২০ জন, আড়াইহাজারের ১ হাজার ৩৪৯ জন, বন্দরের ১ হাজার ৮২০ ও সোনারগাঁয়ের ২ হাজার ৫২ জন। 

bvivqYM‡Ä K‡ivbvq Avi 5 R‡bi g„Zy¨, AvµvšÍ 126

 ÷vd wi‡cvU©vi bvivqYMÄ †_‡K t

bvivqYM‡Ä MZ 24 NÈvq K‡ivbvq AviI 5 R‡bi g„Zy¨ n‡q‡Q| GB wb‡q giYNvZx fvBiv‡m †Rjvq †gvU 305 Rb g„Zy¨eiY K‡i‡Qb| g„Z‡`i g‡a¨ 2 Rb cyiæl I 3 Rb bvix| g„Z cyiæl‡`i g‡a¨ GKRb (45) e›`‡ii I AciRb (70) m`i Dc‡Rjvi evwm›`v Ges g„Z wZb bvix †mvbviMuv‡qi evwm›`v| Gw`‡K bZyb K‡i MZ 24 NÈvq AvµvšÍ n‡q‡Qb AviI 126 Rb| GB wb‡q †Rjvq †gvU AvµvšÍ n‡jb 23 nvRvi 706 Rb|

e„n¯úwZevi (19 AvM÷) mKv‡j †Rjv wmwfj mvR©b Kvh©vjq m~‡Î GB Z_¨ Rvbv hvq| bZyb K‡i wmwU K‡c©v‡ikb GjvKvq 37 Rb, m`‡i 28 Rb, e›`‡i 11 Rb, AvovBnvRv‡i 9 Rb, †mvbviMuv‡q 13 Rbb AvµvšÍ n‡q‡Qb|

‡Rjv wmwfj mvR©b Kvh©vjq m~‡Î wmwU K‡c©v‡ikb GjvKvq gviv †M‡Qb 137 Rb I AvµvšÍ 8 nvRvi 329 Rb| Ab¨w`‡K m`i Dc‡Rjvq gviv †M‡Qb 54 Rb I AvµvšÍ 4 nvRvi 907 Rb| e›`i Dc‡Rjvq Avµv‡šÍi msL¨v 2 nvRvi 314 I gviv †M‡Qb 27 Rb| GQvov AvovBnvRv‡i AvµvšÍ 1 nvRi 628 I gviv †M‡Qb 4 Rb, †mvbviMuv‡q AvµvšÍ 2 nvRvi 492 Rb I gviv †M‡Qb 65 Rb Ges iƒcM‡Ä gviv †M‡Qb 18 Rb I AvµvšÍ n‡q‡Qb 4 nvRvi 36 Rb|

‡Rjvq GB ch©šÍ †gvU 1 jvL 51 nvRvi 831 R‡bi bgybv msMÖn Kiv n‡q‡Q| MZ 24 NÈvq bgybv msMÖn Kiv n‡q‡Q 759 R‡bi|

K‡ivbv AvµvšÍ †_‡K my¯’ n‡q wd‡i‡Qb †gvU 20 nvRvi 218 Rb| Zvi g‡a¨ wmwU K‡c©v‡ikb GjvKvi 7 nvRvi 273 Rb, m`i Dc‡Rjvi 4 nvRvi 204 Rb, iƒcM‡Äi 3 nvRvi 520 Rb, AvovBnvRv‡ii 1 nvRvi 349 Rb, e›`‡ii 1 nvRvi 820 I †mvbviMuv‡qi 2 nvRvi 52 Rb|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ