Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৮:০২ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ভূমি উন্নয়ন কর ও দাখিলায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জনতার হাতে অবরুদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ পাঠিয়েছে উপজেলা প্রশাসন। এনিয়ে তোলপাঁড় সৃষ্টি হয়েছে উপজেলা ভূমি অফিসের ভেতরে-বাইরে।


বুধবার (১৮ আগষ্ট) দুপুর ১২টায় গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাবেরিয়া রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁচবাগ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রমেন্দ্র নারায়ণ বিশ্বশর্মার বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর ও দাখিলায় অতিরিক্ত অর্থ আদায় করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ১৭ আগষ্ট দুপুরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই কর্মকর্তাকে অফিসে আটকে রাখে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি।

তিনি আরো জানান, এ ঘটনায় স্থানীয় জনতার কাছ থেকে লিখিত অভিযোগ ও প্রমাণ সংগ্রহ করে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সুপারিশ পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি সুপারিশ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। তিনি জানান, সুপারিশের প্রেক্ষিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

তবে পাঁচবাগ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রমেন্দ্র নারায়ন বিশ্বশর্মা দাবি করেন, ঘটনাটি সাজানো ষড়যন্ত্র। পূর্বশত্রুতায় পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ