Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবরের টানা দ্বিতীয় শতক

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শারজাহ’র সেøা পিচে টানা দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট বেছে নিলেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি, একাদশও সেই একই। বাবর আজমও তুলে নিলেন টানা দ্বিতীয় শতক। দশম পাক ব্যাটসম্যান হিসেবে বাবরের এই কীর্তিতে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলও পেয়ে যায় ৩৩৭ রানের বড় পুঁজি। ৪০ রানে ২ উইকেট হারানোর পর শোয়েব মালিকের সাথে তার ১৬৯ রানের জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দুরে থাকতে ফেরেন শোয়েব মালিক। তবে ব্যাট হাতে এবারো ব্যর্থ অধিনায়ক আজহার (৯)। শারজিল খানও ফেরেন একই সময়ে। এরপর শোয়েব-বাবর জুটি ২৮.৩ ওভারে যোগ করে ১৬৯ রান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৯০ রান করে নারাইনের বলে ব্রাভোর হাতে ধরা পড়ে ফেরেন শোয়েব। কিন্তু বারব ঠিকই তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। ১২৬ বলের মোকাবেলায় ৯টি চার ও ১ ছক্কায় ১২৩ রান করেন তিনি। ৪৭ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন টি-২০ অধিনায়ক সরফরাজ আহমেদ। নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৩৭ রান। জোসেপ ও হোল্ডার নেন ২টি করে উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবরের টানা দ্বিতীয় শতক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ