Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় অধ্যক্ষকে জুতা পেটাকারী সেই নারী অফিস সহকারীর বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৫:০১ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল (ভারপ্রাপ্ত) কে জুতা পেটার ঘটনায় অফিস সহকারী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার শিকার অধ্যক্ষ বাদী হয়ে বুধবার মঠবাড়িয়া থানায় মামলাটি (নং-১৭) দায়ের করেন। মামলার একমাত্র আসামি ফরিদা ইয়াসমিনের স্বামী আলম বেপারী সাফা বাজারের একজন ব্যবসায়ী।

অভিযোগ রয়েছে, স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় কলেজের নিয়ম কানুন মানেন না সাবিনা ইয়াসমিন।
জানাযায়, অধ্যক্ষকে মারধরের ঘটনার দিন সোমবার (১৬ আগস্ট) হামলাকারী নারী কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। স্মারক নং-এসডিসি ১৪/২০২১। তার বিরুদ্ধে কেন আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
হামলার শিকার অধ্যক্ষ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে বুধবার সকালে ছাড়পত্র নিয়েছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ