Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নভেম্বর থেকে ডিজনি প্লাসে মারভেল স্টুডিওর ‘হকআই’ সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

২৪ নভেম্বর ডিজনি প্লাস স্ট্রিমিং সাইটে প্রিমিয়ার হবে মারভেল স্টুডিওর ‘হকআই’ সিরিজের। মারভেলের ফিল্মের মতই হকআই/ক্লিন্ট বার্টনের ভূমিকায় অভিনয় করবেন জেরেমি রেনার, তার সঙ্গে থাকবেন হেইলি স্টাইনফিল্ড, অভিনয় করবেন কেইট বিশপের ভূমিকায়। এই সিরিজে হকআই তার ক্ষমতা কেইটের কাছে হস্তান্তর করবে। ‘২২ বছর বয়সী কেইট একজন বড় হকআই ভক্ত। সে হকআই ফ্যানগার্ল বলেই একই সঙ্গে বিরক্তিকর আর আকর্ষণীয়,’ রেনার বলেন। রেনার (৫০) এই সিরিজে অন ও অফস্ক্রিনে স্টাইনফিল্ডের হকআই চরিত্রের শিক্ষকের ভূমিকা পালন করছেন। জনাথান ইকলার সৃষ্ট ‘হকআই’ সিরিজে ভিরা ফারমিগা কেইটের মা এলেনর বিশপের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ‘বø্যাক উইডো’ ফিল্মের ইয়েলেনা বেলোভার ভূমিকায় অভিনয় করবেন ফ্লোরেন্স পিউ। আরও অভিনয় করবেন ফ্রা ফি, টোনি ডাল্টন, অ্যালাকুয়া কক্স এবং যান ম্যাক্লারনন। ‘হকআই’ ডিজনি প্লাসে এমসিইউর চতুর্থ সিরিজ। অন্যগুলো হল- এলিজাবেথ ওলসেন আর পল বেটানি অভিনীত ‘ওয়ান্ডা ভিশন’, অ্যান্থনি ম্যাকি অভিনীত ‘দ্য ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার’ এবং টম হিডলস্টন এবং সোফিয়া ডি মার্টিনো অভিনীত সা¤প্রতিক ‘লোকি’।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ