Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে ২৪ ঘন্টায় করোনার উপসর্গে ১১ জনের মৃত্যু

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৭:০৪ পিএম

ফেনীতে গত ২৪ ঘন্টায় শরীরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন ও করোনা পজিটিভ রোগীর মধ্যে মারা গেছে ২ জন। একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রেকর্ড সৃষ্টি হয়েছে ফেনীতে। এরা সবাই ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে নতুন করে আরও ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী জানান, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১১ জন রোগী। বর্তমানে ১৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২৫ জন রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ রোগী, আর বাকী ৮৮ জন রোগী শরীরে উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

এদিকে ফেনী জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ফেনীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। এছাড়াও ৮০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২২.৫৯%। এ পর্যন্ত ফেনী জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১১৯ জন। জেলায় মোট ৯ হাজার ৪৯৫ জন আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৬৭৬ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ জন রোগী। হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬৪৫ জন রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ