Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় মৃত্যু শনাক্ত বেড়েছে ফের, ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত ১২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:৪০ পিএম

তিনদিন পর ফের বাড়লো করোনায় মৃত্যু ও সংক্রমনের হার। বগুড়া স্বাস্থ্য বিভাগের সর্বশেষ
তথ্য অনুযায়ী করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৮জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৮ দশমিক ৬৪শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ২ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৩ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে বগুড়ার দুইজন। এরা হলেন- সদরের মমিনুল ইসলাম (৭৮) এবং হায়দার আলী (৭৩)।
এছাড়া বাকি দুইজন অন্য জেলার। নতুন ২জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬২৬জন দাঁড়ালো।
ডা. তুহিন আরও জানান, সোমবার মোট ৩১১টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় সন নেগেটিভ, ১০০টি এন্টিজেন পরীক্ষায় ১০জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯টি নমুনায় আরও ৭জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ৫৮জনের মধ্যে সদরে ৪০, শাজাহানপুরে ৭, দুপচাঁচিয়ায় ৪, সোনাতলায় ২, শিবগঞ্জে ২, নন্দীগ্রামে ২ এবং শেরপুরে একজন।
ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৪৪৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯হাজার ১৩৫জন এবং ৬৮৭জন চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ