Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১১:৪৪ এএম

গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (১৭ আগস্ট) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৮২৯ টি নমুনা পরীক্ষার রির্পোটে ১১৪ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ৩৭ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৭ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৭৮১ জন। সর্বমোট মারা গেছে ২৪০ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৩ নিয়ে মোট ৭০ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৬৭৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৩ জন, নাগরপুরে ১৬, দেলদুয়ারে ৪, সখীপুর ২, মির্জাপুরে ২৭, বাসাইল ৩, কালিহাতী ১০, ঘাটাইল ১৩, মধুপুর ১৬, ভূঞাপুর ৪, গোপালপুর ২৫ ও ধনবাড়ীতে ১জন নিয়ে মোট ১৪৪ জন।

জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ১৫ হাজার ৭৬৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৪৯৫জন, নাগরপুরে ৪৪৯জন, দেলদুয়ারে ৭৯৮ জন, সখীপুরে ৮৩৫ জন, মির্জাপুরে ১৫৭০ জন, বাসাইলে ৪৪৭ জন, কালিহাতী ১২২৮ জন, ঘাটাইলে ১১৭৩ জন, মধুপুরে ৯৯৮ জন, ভূঞাপুরে ৫৮৮ জন, গোপালপুরে ৭২৫ জন ও ধনবাড়ী উপজেলায় ৪৬০ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৭৮১ জন। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩ হাজার ৩৭, নাগরপুরে ৩১১, দেলদুয়ারে ৪৬৮, সখীপুরে ৫০৮, মির্জাপুরে ১ হাজার ৩১১, বাসাইলে ২৭৬, কালিহাতীতে ৯৫৯, ঘাটাইলে ৯৭৮, মধুপুরে ৭৬৬, ভূঞাপুরে ৩৩৬, গোপালপুরে ৫৪০ ও ধনবাড়ীতে ২৫৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২৪০ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ১৯ জন, সখীপুরে ১৫, মির্জাপুরে ১৯, বাসাইলে ১৬, কালিহাতীতে ২৭, ঘাটাইলে ২০, মধুপুরে ৫, ভূঞাপুরে ১৩, গোপালপুরে ১২ ও ধনবাড়ীতে ৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ