Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় কুষ্টিয়াতে আরও ৬ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১১:২০ এএম

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ৬ জন। এদিকে গতকাল বুধবার রাতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৮৭ জন। এদিকে জেলায় পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমনের হার লাগাতারভাবে কমছে। গতকাল পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ১৯.০৪% শতাংশ। পাশাপাশি কুষ্টিয়া জেলায় করোনা রোগী শনাক্তের তুলনায় রোগী সুস্থ হওয়ার হার বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। গতকাল সোমবার ৮৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ার বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১৯৭ জন রোগী। সোমবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও র‌্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮৭টি নমুনা পজিটিভ আসে। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছে ৬ জন করোনা রোগী। এনিয়ে কুষ্টিয়া জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ১৬৯২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪১৩০ জন। আর এখনও পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮২ জন মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ