Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীরে এস তরী ডুবল পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তান ক্রিকেট নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেনের একটি উক্তি ছিল এ রকম, ‘পাকিস্তান ক্রিকেট অ্যাট ইটস বেষ্ট, ওয়ান মিনিট ডাউন, নেক্সট মিনিট আপ!’ ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ধারাভাষ্যকক্ষে বসে উক্তিটা ছেড়েছিলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে হেরে পাকিস্তান যেন নাসেরের সেই উক্তিটাই বারবার মনে করিয়ে দিচ্ছিল।
চতুর্থ দিনে ১৬৮ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। নবম ব্যাটসম্যান হিসেবে জোমেল ওয়ারিকান যখন আউট হলেন, তখনো জয় থেকে ১৭ রান দূরে ক্যারিবিয়ানরা। উইকেটে তখন কেমার রোচ আর এগারো নম্বর ব্যাটসম্যান জেইডেন সিলস। খেলাটা অবশ্য এর আগে শেষ করে দিতে পারত পাকিস্তান। ওয়ারিকানের আউটের আগের ওভারে শাহিন আফ্রিদির বলে রোচের সহজ ক্যাচটা ফেলে দেন হাসান আলি। পরের ওভারেই বোলিংয়ে এসে উইকেটকিপার রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ওয়ারিকানকে ফিরিয়ে কিছুটা দায়মোচন করেন হাসান। কিন্তু রোচের ক্যাচ মিসটা কীভাবে ভুলবেন তিনি? শেষ পর্যন্ত ৫২ বলে ৩০ রানের ইনিংসে পাকিস্তানকে জয় বঞ্চিত করেছেন তো রোচই।
একপ্রান্ত রোচকে দারুণ সঙ্গ দিয়েছেন সিলস। তবে শেষ দিকে দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন রোচ। জয় থেকে উইন্ডিজের দূরত্ব যখন ৬ রানের, বোলিংয়ে আবার হাসান। স্ট্রাইকিং প্রান্তে তখন রোচ। দ্বিতীয় বলে হাসানকে চার মেরে ব্যবধানটা দুইয়ে নিয়ে আসেন রোচ। বলটা ডানদিকে ডাইভ দেওয়া রিজওয়ানের গ্লাভসের একটু নিচ দিয়ে বেরিয়ে যায়। হাসানের পঞ্চম বলে দুই রান নিয়ে ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত করেন রোচ। আর এতে যেন আরেকবার দেখা মিলল নাসেরের সেই উক্তির সত্যতা। বিশপের কথাটার উত্তর না হয় দর্শকের ওপর ছেড়ে দেওয়া যাক! ১ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। শেষ ৮৪ টেস্টে ১ উইকেটে জেতার ঘটনা এ নিয়ে তৃতীয়বার। যেখানে প্রথম ২৩৪৬ টেস্টে যে ঘটনা মাত্র ১২বার ঘটেছিল। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ১৯ বছর বয়সী উইন্ডিজ পেসার সিলস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ