Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডার প্রধানমন্ত্রী করোনা সঙ্কট মোকাবেলায় আগাম নির্বাচন চাইলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জনগণের নতুন ম্যান্ডেট নিয়ে মহামারী সঙ্কট থেকে দেশকে রক্ষা করতে ২০ সেপ্টেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রগত বছর বিরোধীদের সহায়তায় বিশাল আকারের মহামারী সংক্রান্ত সহায়তা বিল এবং অন্যান্য আইনসহ কেন্দ্রীয় বাজেট পাশ করার পরেও ২০১৫ থেকে ক্ষমতায় আসীন ট্রুডো পরিতাপ করে বলেন যে সংসদ অকার্যকর হয়ে পড়েছে ।
প্রধানমন্ত্রী ট্রুডো রোববার গভর্নর জেনারেল মেরি সাইমনের সঙ্গে সাক্ষাৎ করে সংসদ ভেঙে দিতে বলেন, যার ফলে এখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনমত জরিপে দেখা যায় যে তার লিবারেল দল আবারো ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা বেশি ।
বেশির ভাগ কানাডীয় জনগণ কভিড সংক্রমণের বিরুদ্ধে তার পদক্ষেপকে অনুমোদন করেন, তবে নির্বাচনী প্রচারণার সময় ৪র্থ সংক্রমণের ঢেউ আঘাত হানলেতিনি এই সমর্থন হারাতে পারেন । সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ