Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকী জীবন নিরিবিলি কাটিয়ে দিতে চাই-ফেরদৌস ওয়াহিদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

দেশের পপ গানের অন্যতম রূপকার সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তার দীর্ঘ সঙ্গীতজীবনে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন। ‘আমি এক পাহারাদার’, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম, এমন একটা মা দে না’র মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে ২০১৯ সালের সেপ্টেম্বরে হঠাৎ ঘোষণা দেন ২০২১ সাল থেকে তিনি আর বাণিজ্যিকভাবে গান গাইবেন না। এরপর থেকে তার গান তেমন একটা শোনা যায়নি। শুধু তাই নয়, তিনি ঢাকা ছেড়ে স্থায়ীভাবে গ্রামে চলে যাওয়ারও ঘোষণা দেন। এখন তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরে স্থায়ীভাবে বসবাস করছেন। জরুরি কাজ ছাড়া ঢাকায় আসেন না। গান ছাড়া এবং গ্রামে চলে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাকৃতিক মেডিটেশনের কারণেই মূলত গ্রামে স্থায়ী হয়েছেন তিনি। বাকী জীবন নিরিবিলি কাটিয়ে দিতে চাই। এখানে ঢাকার মতো নাগরিক জীবনের কোলাহল নেই। নেই কোনো ব্যস্ততা। আমার মতে, মানসিক প্রশান্তির জন্য মেডিটেশনের কোনো বিকল্প নেই। সেই কাজটিই আগ্রহ নিয়ে করছি। এর ফলও পাচ্ছি। আমি আগের তুলনায় এখন বেশ ভালো আছি। আর জীবনের বাকি সময়টা এখানেই কাটাতে চাই। ফেরদৌস ওয়াহিদ জানান, গ্রামে থাকার ফলে নিজের কৃষিকাজও তদারকি করতে পারছি। করোনা পরিস্থিতি ভালো হলে, আগে প্রস্তুত করে রাখা নতুন কিছু গান প্রকাশ করবেন। নতুন করে গান করবেন না। উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ তার জীবনের প্রথম গান রেকর্ড করেন ১৯৭৩ সালে। চাঁদ জাগে তারা জাগে গানটি গ্রামোফোন রেকর্ডে করা হয়েছিল। প্রকাশ করেছিল ঢাকা রেকর্ড কম্পানি। কথা-সুর ছিল তার নিজেরই। চার যুগের ক্যারিয়ারে প্রায় ৫০০ গানে কণ্ঠ দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ