Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরদৌস ওয়াহিদের নতুন মিউজিক ভিডিওর চমক

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ফেরদৌস ওয়াহিদ তার নতুন গানের ভিডিও ‘মানুষ যাকে বলে’র নির্মাণ কাজ শেষ করেছেন। মেহেদী বাপ্পী মোরশেদের ক্যামেরায় কক্সবাজারসহ বেশ কিছু লোকেশনে গানটির শুটিং হয়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল গ্যাং নিয়ে ফেরদৌস ওয়াহিদ ঘুরেছেন। এতে তার চির পরিচিত নাচে নাচতে দেখা গেছে। সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে গানটির প্রোমো শেয়ার করেছেন। তার এ গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার ছেলে সঙ্গীতশিল্পী হাবিব। তিনি মন্তব্য করেছেন, ফেরদৌস যে শক্তিমত্তার সাথে নিজেকে উপস্থাপন করেছেন, এর অর্ধেক শক্তিই আছে আমার। বাবা জানিয়ে দিলেন বয়স একটি মিথ মাত্র। হাবিব জানান, শিঘ্রই গানটির পুরো ভিডিও প্রকাশ হবে। এদিকে কয়েকদিন আগে প্রকাশ হয়েছে হাবিবের নতুন গান আকাশজুড়ে। বছরখানেক আগে এস এ হক অলিকের এক পৃথিবী প্রেম চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দেন। ভিডিওটি প্রকাশ হয় ২৩ এপ্রিল। এতে অভিনয় করেছেন আসিফ নূর ও আইরিন সুলতানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরদৌস ওয়াহিদের নতুন মিউজিক ভিডিওর চমক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ