প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে মাঝে মাঝে প্রকাশ করছেন। প্যানডেমিকের সময়টা তারা একসঙ্গেই কাটাচ্ছেন। ছুটি কাটাবার কয়েকটি ছবিতে তাদের অন্তরঙ্গতা আরও স্পষ্ট হয়েছে। টলিউডে সম্প্রতি গুজব রটেছে তারা এই বছরই বিয়ে করছেন। এ যাবত তারা মুখ বন্ধ করেই ছিলেন। তবে শেষ পর্যন্ত সোহিনী এই গুজবের জবাব দিয়েছেন। একটি বিনোদন দৈনিককে জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পরিকল্পনা করেছেন তবে তা এই বছরই হবে না। আগামী বছরের পরিকল্পনাও চূড়ান্ত নয় বলে তিনি জানান। রণজয় আর সোহিনী সম্প্রতি ছুটি কাটিয়ে ফিরেছেন। তারা কালিম্পঙের কাছে একটি গ্রামে সময় কাটিয়েছেন আর নিয়মিত ছবি পোস্ট করে গেছেন। সোহিনী আর রণজয় দু’বছর ধরে প্রেম করছেন; সামাজিক মাধ্যমে খুব সক্রিয় আর নিজেদের সম্পর্ক নিয়েও তারা অকপট। তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ভাইরাল হতে খুব সময় নেয় না। সোহিনীকে অচিরেই কৌশিক গাঙ্গুলীর ‘কাবাডি কাবাডি’ ফিল্মে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।