Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরে নৈশ কোচ উল্টে ২০জন আহত

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:৫৩ পিএম

আজ সোমবার ভোরে ঢাকা থেকে একটি নৈশকোচ ফেরার পথে কেশবপুরের তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২০জন আহত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) ভোর বেলা ২১/২২ জন যাত্রীসহ ঢাকা  থেকে পাইকগাছা গামী কিংফিশার পরিবহনের  নিয়ন্ত্রণ হারিয়ে কেশবপুর উপজেলার আলতাপোলের তালতাল নামক স্থানে  খালে পড়ে যায় গাড়ীটি।

প্রাথমিক পর্যায়ে স্থানীয় ব্যক্তিরা গাড়ীর ভিতর থেকে যাত্রীদেরকে উদ্ধার করে। এরপর খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ, কেশবপুর থানা পুলিশ এবং  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী টিমসহ মোট ৩টি টিম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ওসি  মেহেদী হাসান জানান, ঢাকা -ব-১৩-১৫৬৮ পরিবহন ২০/২২জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের মধ্যে উল্টে পড়লে কয়েকজন আহত হয়েছেন।  আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ