Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে অটোরিকশায় ট্রাকের চাপা, নিহত বেড়ে ৭

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১০:০৫ এএম | আপডেট : ১১:৩২ এএম, ১৬ আগস্ট, ২০২১

অটোরিকশায় ট্রাক চাপা দেয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নসরতপুর এলাকায় সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তখনই আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

সেখানে চিকিৎসাধীন আহত আরেকজন মারা যান কিছুক্ষণ পরেই।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সুহাগ মিয়া, আহাদ মিয়া, অনুপা বেগম, মো. আলাউদ্দিন ও স্বপন মিয়া। তাদের মধ্যে আছেন এক দম্পতিও।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীরা কর্মস্থলে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে তারা সবাই একই প্রতিষ্ঠানের কাজ করতেন। লাশ রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ