Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বেলুনের গল্প

কবুতর-বার্তা পাঠিয়ে ভারতকে হুমকি দিয়েছিল পাকিস্তান

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : এবার পাকিস্তান থেকে ভারতে হুমকি এলো বেলুনে উড়ে। পাকিস্তান থেকে আসা এসব বেলুনে সংযুক্ত কাগজে ভারতকে হুমকি দিয়ে বার্তা লেখা হয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিরাপত্তা বাহিনী ও ভারতীয় নারীদের কটাক্ষ করা হয়েছে। একইসঙ্গে অশালীন কথা বলা হয়েছে। গত শনিবার ভারতের পাঞ্জাব সীমান্ত এলাকার ফিরোজপুর, পাঠানকোট ও অমৃতস্বরে বিএসএফ কর্মকর্তারা প্রায় ৩৫-৪০টি বেলুন পান। পাকিস্তান থেকে কাঁটাতারের ওপর দিয়ে উড়ে এসে ওইসব এলাকায় পড়ে বেলুনগুলো। প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করে একটি বেলুনে সংযুক্ত কাগজে লেখা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর বীরত্ব পরখ করে দেখ। উস্কানিমূলক এ কথার পাশাপাশি আরেকটি বেলুনে সংযুক্ত কাগজে লেখা হয়েছে, মোদি শোন, আয়ুবের সেই তলোয়ার এখনো আমাদের আছে। এ বেলুনটি পাওয়া যায় ফিরোজপুরের সেজারা ফাঁড়ির পাশে। উল্লেখ্য, ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধের সময় পাকিস্তানের শাসক ছিলেন জেনারেল আয়ুব খান। সেই যুদ্ধ তাসখন্দ চুক্তির মাধ্যমে শেষ হয়। এ বছরের জানুয়ারি মাসে ভারতের রাজস্থানে একটি হিলিয়াম বেলুন উড়ে আসে পাকিস্তান থেকে। যুক্তরাষ্ট্রে নির্মিত ওই বেলুনটি গুলি করে ভূপাতিত করে বিএসএফ। সেটি ২৫ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর রাডারে ধরা পড়ে। কিন্তু এবার এমন সময় বেলুনগুলো উড়িয়ে ভারতে পাঠানো হলো, যখন দুই দেশ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে। তবে কেবা কারা বেলুনগুলো উড়িয়ে দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিএসএফ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় কয়েক কিলোমিটার উঁচুতে উড়তে দেখা যায় বেলুনগুলো। তারা বলেছেন, বিষয়টি আমরা গভীর সতর্কতার সঙ্গে নিয়েছি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার বেলুনের গল্প

৩ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ