Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৪৭টি আশ্রয়-ক্যাম্প নির্মাণ

বিতর্কিত কাশ্মীর সীমান্ত অঞ্চল থেকে দশ হাজার মানুষ অপসারণ

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত বিতর্কিত কাশ্মীর সীমান্ত অঞ্চল থেকে দশ হাজার মানুষ সরিয়ে নিয়েছে। ভারতের জম্মু জেলার ম্যাজিস্ট্রেট সীমরামদীপ সিং এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত অঞ্চল থেকে সরিয়ে নেয়া মানুষদের জন্য আমরা ৪৭টি ক্যাম্প বসিয়েছি। উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী গত বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। নিয়ন্ত্রণ রেখায় ভারতের দাবিকৃত সার্জিক্যাল স্ট্রাইক-নামের অভিযানের দুইদিন পর গত শনিবার ভোরবেলায় আজাদ কাশ্মীরে দুই দেশের মধ্যে আবারো গোলাগুলি হয়। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। স্ট্রেট সীমরামদীপ সিং অভিযোগ করেন, কোনো রকমের উস্কানি ছাড়াই দুই দফায় জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি বাহিনী। জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা এবং এর আশপাশ ঘিরে চলমান এই উত্তেজনায় ভারত-পাকিস্তান দুই দেশের সেনাপ্রধানের সুরেই যুদ্ধের আভাস পাওয়া গেছে। পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে ভারতের সম্ভাব্য সবরকমের আঘাতের সমুচিত জবাব দেয়ার হুমকির পর পাকিস্তানের সীমান্তে যুদ্ধপ্রস্তুতির আলামত, এবং এ নিয়ে সেনাপ্রধানের সন্তুষ্টির খবর পাওয়া গেছে। ওদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ড (নর্দার্ন কমান্ড) পরিদর্শন করতে গিয়ে ভারতীয় সেনাপ্রধান যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলোও যুদ্ধের প্রস্তুতিকেই ইঙ্গিত করে। যখন দুই সেনাপ্রধানের এই যুদ্ধবাদী সুর বাজছে, ততক্ষণে আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারো গোলাগুলি হয়েছে। ওদিকে যুদ্ধের আতঙ্কে সীমান্তবর্তী গ্রামগুলো ফাঁকা হতে শুরু করেছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪৭টি আশ্রয়-ক্যাম্প নির্মাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ