Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিসি’র ১২ কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বিভিন্ন দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে বিষয়টি আইনসিদ্ধ হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বিসিসির আইন অগ্রাহ্য করে ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) আইন অনুযায়ী এ বরখাস্ত করা হয় বলে তারা অভিযোগ করেন।

চাকরিচ্যুতরা হচ্ছেন- সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কাজী মনিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কমল ও জহিরুল ইসলাম, চীফ এসেসর মো. আজম, জনসংযোগ কর্মকর্তা মো. রুমেন, এস্টেট অফিসার সম্পত্তি শাখা মাহাবুবুর রহমান শাকিল, হিসাবরক্ষক মো. মাইনুদ্দিন, আইন সহকারী রফিকুল ইসলাম, অফিস সহকারী আব্দুস সালাম ও মো. হায়াতুল।
বিসিসি কার্যালয় সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ২৯ জানুয়ারি একযোগে ৩২ কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি করা হয়। বিভিন্ন সময় এদের মধ্যে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। সর্বশেষে ১২ জনকে চাকরিচ্যুত করা হলো।
প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ স্বাক্ষরিত চাকরিচ্যুতির চিঠির অনুলিপি বিসিসির সচিব, মেয়রের একান্ত সচিব, প্রশাসনিক কর্মকর্তা এবং সকল বিভাগীয় শাখা প্রধানকে দেয়া হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুলিপির বিষয় উল্লেখ নেই বলে অভিযোগ উঠেছে। চিঠিতে ২০২০ সালের ২৩ আগস্ট চতুর্থ পরিষদের নবম সাধারণ সভার সিদ্ধান্তনুযায়ী ৩ মাসের বেতন পরিশোধপূর্বক চাকরিচ্যুত করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
চাকরিচ্যুতরা অভিযোগ করেন, বিসিসির আইন অগ্রাহ্য করে অবৈধভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতির পূর্বে শোকজ ও তদন্ত কমিটি গঠনসহ কোন প্রক্রিয়ার অনুসরণ না করে খোড়া অজুহাত তুলে আড়াই বছরের অধিক সময় ওএসডি করে রাখা হয়। ওই সময় বেতনের একটা অংশ দেয়ার নিয়ম থাকলেও তাও দেয়া হয়নি। এখন চাকরিচ্যুতির চিঠি প্রদান করা হল।
এর পূর্বে ২০২০ সালের অক্টোবরে বিসিসির হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউরকে বিভিন্ন সময়ে উৎকোচ গ্রহণ ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ঠিকাদারকে বিল প্রদান, ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজ শাহীনকে নামে বেনামে স্বজনদের বিপরীতে করপোরেশনের স্টল বরাদ্দ দেয়া এবং কর্মচারী ও গ্রাহকের কাছ থেকে উৎকোচ গ্রহণ, একই অভিযোগে বাজার সুপারিনটেনডেন্ট নুরুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদকে একটি প্রতিষ্ঠানকে বিসিসির রাস্তা খুঁড়তে সহায়তা করার অভিযোগে চাকরিচ্যুত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ