Inqilab Logo

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ১ শ্রাবন ১৪৩১, ০৯ মুহাররম ১৪৪৬ হিজরী

ভারতে এফবিসিসিআই প্রতিনিধি দল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

বাংলাদেশ, থাইল্যান্ড, লাওস ও ভুটান- এই চার দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ‘দ্বিতীয় নর্থ ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিটে’ যোগ দিতে ভারতে গেছেন এফবিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী। আজ বৃহস্পতিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ব্যবসায়ীরা। এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়াও সফরে ভারতের শিল্পখাতের শীর্ষ সংগঠন কনফেডারেশন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআআই) সঙ্গে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে প্রতিনিধিদলের।
১৬ সদস্যর প্রতিনিধিদলে আরও রয়েছেন এফবিসিসিআই পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, আবু মোতালেব, মো. নিজাম উদ্দিন, তাহমিন আহমেদসহ অন্যান্য খাতভিক্তিক সংগঠনের নেতৃবৃন্দ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে এফবিসিসিআই প্রতিনিধি দল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ