Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যু আরও ১৩ জনের, শনাক্ত ৪৬০

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ৪:৫৩ পিএম

গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৪৬০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। এই সময়ে বিভাগে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। মারা যাওয়া ১৩ জনের মধ্যে সিলেট ১২ জন ও একজন মৌলভীবাজারে।
নতুন আক্রান্ত ৪৬০ জনের মধ্যে ওসমানী হাসপাতালে আছেন ৫৫ জন। সিলেট শনাক্ত হয়েছেন ২৫৬ জন, সুনামগঞ্জের ৩২ জন, মৌলভীবাজারের ৫২ জন ও ৬৫ জন হবিগঞ্জের। আজ রোববার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী সব মিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৮৯৭। এদের মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জনসহ সিলেট মারা গেছেন ৬৫৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৮ জন ও ৪৪ জন রয়েছেন হবিগঞ্জের। বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৮ হাজার ৯১২ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪ হাজার ১১২ জনসহ সিলেট ২৬ হাজার ২৯১ জন শনাক্ত হয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৬৩২ জন, মৌলভীবাজারের ৭ হাজার ১৬ জন ও ৫ হাজার ৮৬১ জন আছেন হবিগঞ্জের। বর্তমানে সিলেটে ৯৮৯ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪৭৪ জন করোনা রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ