Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় করোনা সংক্রমনে আরো ১০ জনের মৃত্যু আক্রান্ত ৫৬৩

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১:৩৫ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে রোববার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যুর সাথে ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরিক্ষায় ৫৬৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার ছুটির দিনে নমুনা পরিক্ষা মাত্র ৪৬২’তে নেমে যাবার বিপরিতে ১৭০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে শণিবার নমুনা পরিক্ষা তিনগুনেরও বেশী বেড়ে ১ হাজার ৫০৫ জনে উন্নীত হবার সাথে শনাক্তের সংখ্যাও ৩৯৩ জনে পৌছেছে। ফলে দক্ষিণাঞ্চলে সর্বমোট ১ লাখ ৮৩ হাজার ৯৮২ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যাও ৪১ হাজার অতিক্রম করে আরো ১৫৫ জন যোগ হবার পাশাপাশি মোট মৃত্যুর সংখ্যাও ৫৯৫ জনে উন্নীত হয়েছে। গড় শনাক্তের হার গত একমাসে প্রায় ৫ ভাগ বেড়ে এখন ২২.৫৯%। সর্বশেষ হিসেবে মৃত্যুহারও ১.৪৫%।
গত ৪৮ ঘন্টায় মোট শনাক্ত ৫৬৩ জনের মধ্যে মহানগরীতে ৯৬ জন সহ বরিশাল জেলায় ২০৬। এসময়ে মহানগরীর আমানতগঞ্জ-পলাশপুরে একজন ছাড়াও জেলার বানরীপাড়া ও উজিরপুরে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ১৬ হাজার ৮৭৬ জন আক্রান্তের মধ্যে ১৯৬ জনের মৃত্যু সংবদ দিল স্বাস্থ্য বিভাগ। বরিশাে শনাক্তের গড়হার এখনো দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বোচ্চ ২৫.৫১%।
বরিশালে পরে ভোলার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ৪৮ ঘন্টায় এ দ্বীপজেলায় আরো ১৭৮ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে ভোলা শহর ও তজুমদ্দিনে আরো দুজনের মৃত্যুর ফলে জেলাটিতে করোনা সংক্রমনে মোট ৬৮ জনের মৃত্যুহল। আর এপর্যন্ত ২৫ হাজার ১৭৪ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৭০৫ জনে।
এসময়ে পটুয়াখালীতে আক্রান্ত হয়েছে আরো ৮৮ জন । জেলাটিতে এপর্যন্ত মোট ৩১ হাজার ৬০৫ জনের নমুনা পরিক্ষায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৪৯ জনে পৌছল। মৃত্যু হয়েছে ১০১ জনের। পটুয়াখালীতে মৃত্যুহার এখনো দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ১.৭৯%।
পিরোজপুরেও গত ৪৮ ঘন্টায় ৪০ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এ জেলাটিতে শুক্রবারে কোন নমুনা পরিক্ষা ছিলনা। এনিয়ে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বেচ্চ সংক্রমনের এ জেলাটিতে ১৮ হাজার ১৫১ জনের নমুনা পরিক্ষায় ৪ হাজার ৯৯৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে মৃত্যু হয়েছে ৭৯ জনের। পিরোজপুরে এখনো সংক্রমন হার ২৫.৮৬%।
বরগুনাতে গত ৪৮ ঘন্টায় ৩২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুজনের। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের এ জেলাটিতে ৩ হাজার ৫১৬ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৮৩ জনের। গড় মৃত্যুহার ২.৩৬%। জেলাটিতে ইতোমধ্যে ২০ হাজার ৪৭১ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের হার ১৬.৫৬%।
দক্ষিাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতে এখনো শনাক্তের হার সর্বোচ্চ, ২৭.০৪%। জেলাটিতে গত ৪৮ ঘন্টায় ১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে জেলাটিতে ১৪ হাজার ৩৮৮ জনের নমুনা পরিক্ষায় ৪ হাজার ৪১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ৬৮ জন। গড় মৃত্যু হার ১.৫৪%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৯৮৪ জন সহ সর্র্বমোট ২৪ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার গড়হার গত এক সপ্তাহে কিছুটা বেড়ে এখন ৫৮.৯৬%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ