Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভাক্সিন ৬৫ শতাংশ কার্যকর : সুচিত্রা এলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৯:১৮ পিএম

বার্ষিক সভায় সকলের জন্য সাশ্রয়ী মূল্যের, সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক অধিবেশনে বক্তৃতায় ভারত বায়োটেকের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা এলা বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভাক্সিন ৬৫ শতাংশ কার্যকর।–এনডিটিভি

সুচিত্রা এলা আরও জানিয়েছেন যে, হায়দ্রাবাদ-ভিত্তিক এই কোম্পানিটি এখন পর্যন্ত তার কোভিড-১৯ ভ্যাকসিন কোভ্যাক্সিনের ৭৫ মিলিয়ন ডোজ সরবরাহ করেছে এবং এই মাসে আরও সরবরাহ করা হবে। এদিকে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া ঘোষণা করেছেন যে, ভারত বায়োটেকের অঙ্কলেশ্বরকে কোভ্যাক্সিন ডোজ উৎপাদনের জন্য সুবিধা বাড়িয়ে দিয়ে তাদের এগিয়ে দেওয়া হয়েছে।

সুচিত্রা এলা আরও বলেন, আমাদের ভ্যাকসিনের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫ শতাংশ কার্যকারিতা রয়েছে। আমাদের দ্বিতীয় মনোযোগ হল অংকলেশ্বর-ভিত্তিক উৎপাদন কারখানা যা কোভিড-১৯ ভ্যাকসিন কোভাক্সিনও তৈরি করবে। আমরা নমুনা ব্যাচগুলি ডাইভার্ট করেছি, যা এই মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। কোভ্যাক্সিন লক্ষণীয় মাত্রায় করোনাভাইরাসের বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকর এবং ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ সুরক্ষা প্রদর্শন করেছে, জাবের চূড়ান্ত বিশ্লেষণ ঘোষণা করার সময় ভারত বায়োটেক এ তথ্য জানায়। অনুষ্ঠানে সুচিত্রা এলা ভ্যাকসিনের ক্ষমতা বৃদ্ধির জন্য কোম্পানির প্রচেষ্টার কথাও বলেন।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া সিআইআই বার্ষিক সভায় সকলের জন্য সাশ্রয়ী মূল্যের, সকলের জন্য সহজলভ্য স্বাস্থ্য নিশ্চিতকরণের একটি অধিবেশনে ভাষণ দিয়ে মহামারীর সময় অক্সিজেন, ইনজেকশন, ওষুধ ইত্যাদির মতো স্বাস্থ্যসেবার সুবিধার ঘাটতি মেটাতে বেসরকারি খাতকে সরকারের সাথে একত্রে কাজ করার জন্য প্রশংসা করেছেন। তিনি বলেন, অনেক কোম্পানি মাস্ক, পিপিই এবং ভেন্টিলেটর উৎপাদনের জন্য তাদের সুযোগ-সুবিধা পুনঃনবায়ন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ