Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭৫তম স্বাধীনতা দিবসে পাকিস্তান হাইকমিশনে পতাকা উত্তোলন ও চিত্র প্রদর্শনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৬:৪০ পিএম

ব্রিটিশ থেকে ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীনতা লাভের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে আজ ঢাকায় পাকিস্তান হাইকমিশনে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোভিড নির্দেশিকাগুলো বা স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশে অবস্থানকারী বিপুল সংখ্যক পাকিস্তানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাকিস্তান হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। তারপর হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দেয়া বার্তাগুলো চ্যান্সেরির প্রধান এবং বাণিজ্যিক সচিব পাঠ করেন।

হাই কমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে দক্ষিণ এশিয়ার মুসলমানদের মুক্তি ও কল্যাণের জন্য পাকিস্তান আন্দোলনের নেতাদের ত্যাগের কথা স্মরণ করেন। তিনি স্যার সৈয়দ আহমেদ খান, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, স্যার সলিম উল্লাহ খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং এ কে ফজলুল হকসহ পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতাদের সংগ্রামের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী কাশ্মীরি মানুষের কষ্টের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি পাকিস্তানকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্যে জাতির পিতা, কায়েদ-এ-আজম মুহাম্মদ আলী জিন্নাহর দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বিশ্বজুড়ে পাকিস্তানীদের সম্মানিত করেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে হাইকমিশন জাতির পিতাসহ পাকিস্তান আন্দোলনের অন্যান্য নেতাদের বিরল ছবি প্রদর্শন করে একটি প্রদর্শনীর আয়োজন করেন। পাকিস্তান সম্প্রদায়ের সদস্য এবং অন্যান্য অতিথিরা ছবি প্রদর্শনীতে গভীর আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন এবং এটি আয়োজনের জন্য হাই কমিশনকে ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ