Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বঙ্গোপসাগরে ট্রলারসহ ৩ জেলে আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৬:০৫ পিএম

বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ ৩ জেলেকে আটক করেছেন।

শনিবার (১৪ আগষ্ট) সকাল ১০টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি কদমতলা বন ষ্টেশন অফিসার (এসও) কামরুল ইসলামের নেতৃত্বে ৫৪নং কম্পার্টমেন্টের আওতায় বঙ্গোপসাগরে আন্দারমানিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময়ে জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের একটি ট্রলার ও আহরিত মাছসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন স্মার্ট টিমের সদস্যরা।

আটক তিন জেলে হলো: বরগুনা জেলার পাথরঘাটা থানার পদ্মা গ্রামের মৃত হাসেম পেয়াদার ছেলে খলিল পেয়াদা ও তার দুই ছেলে জয়নাল ও আইনাল পেয়াদা।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম, এ হাসান বলেন, নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ