Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ মাসের বেতন বকেয়া : সোনারগাঁও টেক্সটাইল মিলে ধর্মঘটের ডাক

বরিশাল বুরো : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

করোনা সঙ্কটে টানা ১৩ মাস বন্ধ থাকার পর চালু হওয়া বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকদের মধ্যে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। গত ২৫ মার্চ মিলটি পুনরায় চালুর পর আশ্বাস দিয়েও ৯ মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। এ অবস্থায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আগামী ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

সোনারগাঁও টেক্সাটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহŸায়ক বেল্লাল হোসেন গতকাল নগরীর বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। তিনি জানান, সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকদের ১১ মাসের বেতন বকেয়া ছিল। গত ২৫ মার্চ মিলটি পুনরায় চালুর সময় এক মাসের এবং ওই মাসের শেষ সপ্তাহে আরও একমাসের বেতন পরিশোধ করা হয়। অবশিষ্ট ৯ মাসের বেতন প্রতিমাসের মূল বেতনের সাথে পর্যায়ক্রমে পরিশোধের আশ্বাস দেয়া হলেও সে প্রতিশ্রæতি ভঙ্গ করে কর্তৃপক্ষ আর কোন বেতন পরিশোধ করেননি। উপরন্তু শ্রমিকদের দিয়ে এখন ৮ ঘণ্টার বদলে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেন বেল্লাল হোসেন।
সংবাদ সম্মেলনে শ্রমিকরা আগামী ১৭ আগস্টের মধ্যে বকেয়া বেতন প্রদানসহ ৮ দফা দাবি জানান।

অপর দাবিগুলো হচ্ছে- ৮ ঘণ্টা কাজ করা ও মজুরি স্কেল অনুযায়ী বেতন প্রদান, কল্যাণ তহবিলের চ‚ড়ান্ত হিসাব প্রদান, অব্যাহতি দেয়া শ্রমিক-কর্মচারীদের সমুদয় পাওনা পরিশোধ, প্রতিমাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন ও প্রতিবছরের জানুয়ারিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান এবং মিল শ্রমিকদের ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রদান। উল্লেখ্য, করোনা সংক্রমণের শুরুতে গতবছর ২৭ মার্চ সারাদেশ লকডাউন ঘোষণা করা হলে সোনারগাঁও টেক্সটাইল মিলও বন্ধ করে দেয়া হয়। এ অবস্থার মধ্যেই ৩০ মার্চ প্রতিষ্ঠানটি লে অফ ঘোষণা করে মালিকপক্ষ।

এ নিয়ে শ্রমিক কর্মচারীরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করলে জেলা প্রশাসন ও শ্রম অধিদফতরের মধ্যস্থতায় গত ২৫ মার্চ থেকে প্রতিষ্ঠানটি চালু করা হয়। সোনারগাঁও টেক্সাটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহŸায়ক বেল্লাল হোসেন জানান, এ মিলে মোট ৩টি ইউনিট থাকলেও গতবছর লে-অফ হওয়ার আগ পর্যন্ত দুটি ইউনিট চালু ছিল। গত ২৫ মার্চ মিলটি পুনরায় চালুর পর অর্ধেক শ্রমিক ছাটাই করে। বর্তমানে সাড়ে ৩শ’ শ্রমিকসহ প্রায় ৪০০ জন কর্মরত আছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ