Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ বছর পর ফাওয়াদের ফিফটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

১২ বছরের টেস্ট ক্যারিয়ারে অবশেষে ফিফটির দেখা পেলেন ফাওয়াদ আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ক্যারিয়ারে প্রথম ফিফটি করা ফাওয়াদ আউট হয়েছেন ৫৬ রান করে। এর আগে ১১ টেস্টে যে চারবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, প্রতিটিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। এই প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে টেনে নিতে পারলেন না পাকিস্তানি ব্যাটসম্যান।
গতপরশু টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছে ২১৭ রানে। ফাওয়াদ ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা ফাওয়াদ ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এই প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে আউট হলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ পেরিয়ে খেলেছিলেন ১৬৮ রানের ইনিংস। যেটি এখন পর্যন্ত টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
৩ টেস্ট খেলার পর ২০০৯ সালেই থমকে গিয়েছিল ফাওয়াদের টেস্ট ক্যারিয়ার। ১১ বছর পর ২০২০ সালে তার টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম হয়। এরপর থেকে জ্যামাইকা টেস্টের আগ পর্যন্ত ফাওয়াদের ফিফটি মানেই যেন সেঞ্চুরি! এই সময়ে তিনবার ফিফটি পেরিয়ে তিনবারই করেছেন সেঞ্চুরি। যেটি ছিল ফিফটি না হাঁকিয়ে সর্বাধিক সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড! অবশেষে জ্যামাইকা টেস্টে ৫৬ রানে তাকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথম ফিফটির স্বাদ দিয়েছেন জেসন হোল্ডার।
এর আগে জ্যাডেন সিয়েলস আর হোল্ডারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখেছিলেন ফাওয়াদ। তবে ২১৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হলে আর এগোতে পারেনি পাকিস্তান। পরের বলেই মোহাম্মদ আব্বাস আউট হলে ২১৭ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। দিনের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ২ রানেই হারায় ২ উইকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ