Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতীক্ষার পুরস্কার এমনই হয়

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিকের অবসর জনিত শুন্যতা পূরনে দলে আছেন দুই বাঁ হাতি রাজ, সাকিব। অথচ, অবসরের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে মিডিয়াকে রফিকের অনুরোধÑ‘প্লিজ মোশারফ রুবেলের কথা ভাবুন, আমার জায়গাটা ও পূরন করতে পারবে।’ তার ওই অনুরোধটি নির্বাচকদের কানে পৌছুঁতে অপেক্ষা করতে হয়নি বেশি দিন। দ.আফ্রিকার বিপক্ষে যে সিরিজে টেস্ট শেষে নিয়েছেন রফিক অবসর,ওই সিরিজেই ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়ে তিন ম্যাচই খেলেছেন বাঁ হাতি স্পিনার মোশারফ রুবেল। ২০০৮ সালে অভিষেক ওয়ানডে সিরিজে ১০০ রানে উইকেট মাত্র ১টি। গড় ১০০.০০! এই অপবাদে সে বছরে অস্ট্রেলিয়া সফরের দল থেকে পড়েছেন বাদ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কিত মোশারফ রুবেল অর্থের মোহে হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসদের সঙ্গে যোগ দিলেন বিসিসিআই’র অনুমোদনহীন আসর ইন্ডিয়ান ক্রিকেট লীগে (আইসিএল) ঢাকা ওরিয়র্সের হয়ে। সেই অপরাধে বিসিবি’র সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের নিষেধাজ্ঞাদেশ পেতে হলো। পরবর্তীতে ২ বছর ঘরোয়া ক্রিকেটে নির্বাসন কাটিয়ে ফিরলেন বিসিবি’র ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আইসিএল ক্রিকেটার শাহরিয়ার নাফিস,আফতাব আহমেদ,নাজিমুদ্দিনরা ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, তখন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও যখন নির্বাচকদের নজরে আসতে পারছেন না, তখন জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দেয়া ছাড়া উপায় কি বলুন?
বাংলাদেশ দলে ত্রিশে পা দেয়াই অপরাধ, ফর্ম থাকতেও রাজের কদর নেই। দলের সিনিয়র ক্রিকেটার মাশরাফির বয়স ৩২। সেখানে ৩৪ এ দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখেননি মোশারফ রুবেল। তবে ভাগ্যটা তার খুলে দিয়েছেন ভারতের সাবেক বাঁ হাতি স্পিনার ভেঙ্কটপতি রাজু। বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে এক সপ্তাহের ক্যাম্প পরিচালনা করতে এসেছেন যখন রাজু,তখন বাংলাদেশ দলের প্রাথমিক তালিকায় ৩০ জনের মধ্যেও ছিল না নাম মোশারফ রুবেলের। তারপরও স্পিনারদের ওই ক্যাম্পে বিবেচ্য হলেন মোশারফ রুবেল। নেটে তার বোলিং দেখে হেড কোচ হাতুরুসিংহের কাছে প্রস্তাবটি দিয়েই ফেললেন ভেঙ্কটপতি রাজুÑ‘ এই ছেলেটির দিকে একটু তাকান। আমি তো দেখছি ওর বোলিং দারুন।’ রাজুর ওই কথাটিকেই একটু বেশি গুরুত্ব দিলেন কোচ। যে ছেলেটি আফগানিস্তান,ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে পাননি জায়গা, সেই ছেলেটিই এই দু’টি সিরিজের জন্য ঘোষিত ২০ জনের পুলে পেলেন জায়গা ! সিরিজের প্রথম ২টি ম্যাচের স্কোয়াডে হননি বিবেচিত। ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা না পেয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে ৪দিনের ম্যাচ খেলতে পেয়েছিলেন ছাড়। দূর্ভাগ্য, বৃস্টি বিঘিœত ওই ম্যাচে বলই করতে পারেননি। সেই ছেলেটিকেই কিনা ফিরিয়ে আনা হলো সিরিজ নির্ধারনী ম্যাচে ১৪ সদস্যের স্কোয়াডে। এবং সাড়ে ৮ বছর পর প্রত্যাবর্তন ম্যাচেই ম্যাচ উইনার ( ৮-১-২৪-৩)। নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে দিলেন ব্রেক থ্রু, নওরোজ মঙ্গলকে এলবিডাবøুতে ফিরিয়ে দিয়ে প্রত্যাবর্তন উইকেটেও ওই ওভারে হাসমতউল্লাহ শহীদিকে সুইপ শটে প্রলুদ্ধ করে ফেরালেন ক্যাচে। মোহাম্মদ নবীকে রিটার্ন ক্যাচে পরিনত করে প্রত্যাবর্তন ম্যাচে তৃতীয় শিকারে উদযাপন করলেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শততম জয়ও।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর ৬ মাস ১৫ দিন পর মোশারফ রুবেলের প্রত্যাবর্তন প্রতীক্ষার দিক থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ ১৯৯০ সালে কোলকাতায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচের ৮ বছর ১৪৪দিন পর খেলেছেন পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ। তবে সবচেয়ে প্রতীক্ষিত প্রত্যাবর্তনে রেকর্ডটা নিউজিল্যান্ডের জেফ উইলসনেরÑপ্রত্যাবর্তনে অপেক্ষা করতে হয়েছে তাকে ১১ বছর ৩৩১ দিন। ফারুকের লম্বা প্রতীক্ষার মাঝে বাংলাদেশ খেলেছে ২৪ টি ওয়ানডে,সেখানে মোশারফ রুবেলের লম্বা প্রতীক্ষায় ১৪৪ টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতীক্ষার পুরস্কার এমনই হয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ