Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেঞ্চুরিয়ানে ডি কক তান্ডব

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়ানে পরশু ব্যাটিং তান্ডব উপহার দিলেন কুইন্টন ডি কক। সেই তান্ডব অস্ট্রেলিয়ার করা ২৯৪ রানও মামুলি বানিয়ে ৬ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। শুধু উইকেট ব্যবধান উল্লেখ করলে হয়তো জয়ের মহত্বে হয়ত কিছুটা ভাটা পড়বে। প্রটিয়ারা জিতিছে ৮২ বল হাতে রেখে। ১১৩ বলে ডি কক করেন ১৭৮ রান। আর ১১ রান করলেই দেশের হয়ে গ্যারি কার্স্টেনকে ছাড়িয়ে যেতেন তিনি।
স্কট বোল্যান্ডের বলে ম্যাথু হেডের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ডি কক যখন ফেরেন প্রটিয়াদের সংগ্রহ তখন ২৮০ রান। এর মধ্যে ১৭৮ রানই ডি ককের। ক্যারিয়ার সেরা ইনিংসের পথে তিনি চার হাকান ১৬টি আর উড়িয়ে বল মাঠছাড়া করেন ১১ বার। জ্বরে আক্রান্ত হাশিম আমলা ও চোটের কারণে এবি ডি ভিলিয়ার্স ছিলেন না দলে। ডি ককের সাথে শুরুতে নামেন রুশো। দু’জনে ১৭ ওভারে গড়েন ১৪৫ রানের বিধ্বংসী জুটি। রুশো ফেরেন ৪৫ বলে ৬৩ রান করে। এরপর অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে ১৪.৩ ওভারে যোগ করেন ১২৩ রান, যেখানে ডু প্লেসিসের অবদান মাত্র ২৬! বোল্যান্ড ৬৭ রানে নেন ৩ উইকেট।
এর আগে টস হেরে ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চের ব্যাটে উড়ন্ত সূচনা করে অজিরা। দু’জনে গড়েন ৯.৩ ওভারে ৬৪ রানের উদ্বোধনী জুটি। একসময় ১৯২ রানে ৬ উইকেট হারায় তারা। তবে সেঞ্চুরিয়ানের ছোট্ট মাঠে স্মিথ বাহিনীর রান রেট ঠিকই ছয়ের ওপরেই ছিল। জর্জ বেইলি ৭৪ ও জন হেস্টিংস করেন ৫১ রান। ফেহলুকওয়াহো ৪৪ রানে নেন ৪ উইকেট। আজ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেঞ্চুরিয়ানে ডি কক তান্ডব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ