বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়ের বিরুদ্ধে ইউপি সদস্য আব্দুল হাইয়ের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে কায়েতপাড়া ইউনিয়নের আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় হকার্স লীগের সদস্য রবি দাসের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহেদ আলী, ইউপি সদস্য সদস্য ওমর ফারুক ভ‚ঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, মহিলা যুবলীগ নেত্রী শারমিন আক্তার রিমা প্রমুখ। এসময় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়ের বিরুদ্ধে ইউপি সদস্য আব্দুল হাই যে মামলা দায়ের করেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। আমরা এ মামলা অবিলম্বে প্রহ্যাহার চাই। মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এরআগে, নাজমুল খন্দকার জয় ও আব্দুল হাইয়ের লোক মাদক বিক্রেতা সুলতানের মাঝে আধিপত্য বিস্তারকে উভয়পক্ষ বাড়িতে হামলা ও ভাঙচুর করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।