পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেসিক ব্যাংকের বৃহত্তর অর্থ আত্মসাতের মামলায় কত টাকা পুনরুদ্ধার হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ব্যাংকটির শান্তিনগর শাখার তৎকালীন ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীর দুই মামলায় জামিন শুনানিকালে আদালত এ তথ্য জানতে চান। আগামী ১৮ আগস্টের মধ্যে তা লিখিত আকারে জানাতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গত বুধবার এ আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান মোহাম্মদ আলীর আইনজীবী সগীর হোসেন লিওন।
তিনি জানান, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক মামলায় এখন পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে এমন প্রশ্ন তুলেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে এ তথ্য জমা দিতে বলা হয়েছে। একই তথ্য জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান। এসময় সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারও সংযুক্ত ছিলেন।
অ্যাডভোকেট সগীর হোসেন আরও জানান, বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে করা পৃথক মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন প্রার্থনা করেন মোহাম্মদ আলী চৌধুরী। জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন। পৃথক ৭ মামলায় তার জামিন প্রশ্নে রুল শুনানির জন্য গত বুধবার পৃথক সাতটি আবেদন কার্যতালিকায় ছিল। এর মধ্যে আদালত দুই মামলায় মোহাম্মদ আলীকে জামিন দিয়ে অপর ৫ মামলায় জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতবি করেন। পরবর্তী শুনানির জন্য ১৮ আগস্ট দিন ধার্য করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণের অভিযোগ ওঠে। এ অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে ৬১টি মামলা করে দুদক। এসব মামলায় ১২০ জনকে আসামি করা হয়। গ্রেফতার হয়েছে ১৪ জন। কিন্তু মামলায় বছরের পর বছর অতিক্রম হলেও এখনো আদালতে একটি মামলারও চার্জশিট দাখিল করেনি দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।