বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া জেলায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৩জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ৯৪শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪২জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে বগুড়ার তিনজন। এরা হলেন- গাবতলীর পিন্টু(৪০), সদরের শাহজাহান আলী(৬০) এবং আব্দুল্লাহ আল আহাদ(৩৬)।
এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন ৩জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬০৯জন দাঁড়ালো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।