গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : সড়কে মৃত্যুর মিছিলের প্রতিবাদ জানিয়ে প্রতীকী রক্তাক্ত কাফন পরে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্মীরা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, ঈদের ছুটিতে শুধুমাত্র ১৪০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২০৫ জনের। আহত হয়েছেন ৬৩৮ নারী-পুরুষ।
আগের তুলনায় সড়ক-মহাসড়কগুলোতে দুর্ঘটনার হার কমে এলেও এ ঈদের ছুটিতে দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। কেন এ দুর্ঘটনা ঘটছে এবং এর কারণ কী?। তা বের করার ওপর জোর দেন বক্তারা।
ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি নিয়ে যদি তারা (রাজনীতিবিদ) আন্তরিক হন তাহলে সড়কে অপঘাতে মৃত্যুহার কমে আসতে বাধ্য। তিনি রাজনৈতিক নেতাদের কাছে সড়ক দুর্ঘটনার বিষয়টি জাতীয় দুর্যোগ হিসেবে চিহ্নিত করে এবং জাতীয় ঐক্য গড়ে তুলে সমস্যা সমাধানে আন্তরিক হয়ে উঠার অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।