Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ নগরীতে এস্টোজেনেকা দ্বিতীয় ডোজের টিকাদান শুরু

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৭:২৫ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় এস্ট্রোজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। বুধবার (১১ আগষ্ট) দুপুর সাড়ে ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বুধবার নগরীর গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে প্রথম দিনে প্রায় আড়াই হাজার নাগরিককে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়। আগামী ১২ ও ১৪ আগস্ট আরো ৪ হাজার মানুষকে এ টিকা প্রদান করা হবে।

দুপর সাড়ে ১২টার দিকে এ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্যানেল মেয়র শামীমা আক্তার, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ