Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে সাতক্ষীরায় দুই সংসদ সদস্যের জীবননাশের হুমকি, পুলিশ সুপারের প্রেসব্রিফিং

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৬:২৬ পিএম

সাতক্ষীরায় দুই সংসদ সদস্যের জীবননাশের হুমকি দাতাদের গ্রেফতারের পর প্রেসব্রিফিং করলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বুধবার (১১ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে কনফারেন্স হলে এই ব্রিফিং এর আয়োজন করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, গত তারিখ ‘‘আজরায়িল জান নেই’’ নামক ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এবং সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক মহোদয়’কে একটি জরুরি ঘোষণা এই দুই জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরুষ কার দিবো আমাদের সব লোক দের বলে দেও এই দুই জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরুষ কার একে বার মেরি ফেলি দিতে হবে কোটি টাকা এই দুই জনকে মেরি ফেলে দিতে হবে এই দুই মাথা কাটতে হবে আমাদের সব লোক দের জানায় দিয়ো’’ মর্মে পোষ্ট করা হয়। পরবর্তীতে বর্ণিত বিষয়টি অপর একটি ফেসবুক আইডি ‘‘কালিমা মা’’ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়।

বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করে। উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আইডি দুটি সনাক্ত করা হয়। এরপর ভোররাতে অপরাধীদের দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ী থেকে আটক করা হয়। এসময় ০৮ টি মোবাইল, ২০ টি সীম কার্ড মেমোরি কার্ড ০৩ টি, ০১ টি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও কিছু বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-বালিয়াডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউছুপ হোসেন (২১)। জিজ্ঞাসাবাদে আসামীরা ফেসবুক আইডি দুটির মাধ্যমে সংসদ সদস্যদের নাম উল্লেখ করে উক্ত পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপার প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ সুপার আরো জানান,আটক পিতা-পুত্র পাকিস্তান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে যোগাযোগ রাখতো। তাদের আইডি থেকে এসব তথ্য জানা গেছে। তিনি বলেন, এরা জামায়াত-শিবিরের লোক। আরো তথ্য উদঘাটনে তাদেরকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। আসামীদের সাথে সহযোগী আসামী বা গোষ্ঠী জড়িত থাকার বিষয়টি তদন্তাধীন। যথোপযুক্ত তথ্য প্রমাণ সাপেক্ষে সহযোগী সকল আসামীদেরকে আইনের আওতায় আনা হবে।

আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা রুজু করা হয়েছে। (সাতক্ষীরা থানার মামলা নং- ৩৪, তারিখ- ১১/০৮/২০২১ খ্রিঃ, ধারা- ডিজিটাল সিকিউরিটি আইন এর ২৫/২৮/২৯/৩১/৩৫)।

পুলিশ সুপারের প্রেস ব্রিফিং এর সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন (সদর), জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ ইলিয়াস আলম চেীধুরি, সদর থানার ওসি দেলোয়ার হুসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ