Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪-১৬ ফেব্রুয়ারি পটুয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদযাপন উপলক্ষে প্রেসব্রিফিং

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩৫ পিএম

পটুয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদযাপন উপলক্ষে প্রেসব্রিফিং করেছে জেলা প্রশাসন। বেলা ১২টায় প্রেসব্রিফিং এ তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল হাফিজের সভাপতিত্বে প্রেসব্রিফিং এ নজরুল ইনিষ্টিটিউটের সচিব আবদুর রহিম জানান,১৪,১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী কাল ১৪ ফেব্রুয়ারি এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে প্রতিযোগিতা,সেমিনার,জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলে প্রেসব্রিফিং এ জানানো হয়। জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে পটুয়াখালী শহরকে বিভিন্ন সাজে সজ্জিত করার কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ