Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সিলেটে প্রাণহানী আরো ১৭ জনের, শনাক্ত ৫৯০

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৪:২৯ পিএম

গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১৭ জন রোগী মারা গেছেন করোনাভাইরাসে। এখন বিভাগটিতে মোট করোনা প্রমাণিত রোগীরে সংখ্যা ৪৬ হাজার ৪৫৪ জন ্ও মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৮২২ জনে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৫৯০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৪৫৪ জনে। এরমধ্যে সিলেট ২৪ হাজার ৯৩৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪১২ জন, হবিগঞ্জ ৫ হাজার ৬২৩ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৬১৬ জন ও ৩ হাজার ৮৬৮ জন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৫৯০ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ২৫৫ জনই সিলেটের বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ ১০৫ জন, হবিগঞ্জের ১০১ জন ও ৬৭ জন।মৌলভীবাজার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। বিভাগে মঙ্গলবার দৈনিক শনাক্তের হার ২৮ দশমিক ৭২ শতাংশ। এর ২৯ দশমিক ৪৯ শতাংশ সিলেট, সুনামগঞ্জ ২৫ দশমিক ৯৩ শতাংশ, ৩২ দশমিক ৫৮ শতাংশ হবিগঞ্জে ও ২৫ দশমিক ৩৮ শতাং মৌলভীবাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৭ জন রোগী। এর ৭ জনই সিলেট, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারের বাসিন্দা একজন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন আরও ৮ জন রোগী। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৮২২ জন। এর মধ্যে সিলেট ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন, ৬৫ জন মৌলভীবাজারের ও ৪৯ জন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ৯ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। সব মিলিয়ে ৮১৪ জন ভর্তি রয়েছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৬ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ৩৬ জন ভর্তি রয়েছেন। এদিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১২ জন রোগী।

একইদিনে বিভাগে নতুন করে আরও ৩০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী হয়ে উঠেছেন সুস্থঅ। এর মধ্যে ২১২ জন সিলেটের বাসিন্দা। এছাড়া ৬৫ জন সুনামগঞ্জে, ২ জুন হবিগঞ্জে, ২১ জন মৌলভীবাজারের বাসিন্দা। এছাড়া সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৮ রোগী হয়ে উঠেছেন সুস্থ । এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৩ হাজার ৮৩৭ জন। এর মধ্যে সিলেট ২২ হাজার ৭৬৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৭৬ জন, হবিগঞ্জ ২ হাজার ৬৭২ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৪২৪ জন ও ২৯৯ জন ওসমানী হাসপাতালে।
এদিকে সিলেটের চার জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা রোগী শনাক্ত হয় ১৫১ জন । এর মধ্যে সিলেট ২১, সুনামগঞ্জ ৬৪, হবিগঞ্জ ২৫ ও ৪১ জন মৌলভীবাজারের। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৯৬ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারিন্টিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ