বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে গত ২৪ ঘন্টায় ৬১১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪০ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ২০ হাজার ১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৯২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪০৬ জন। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু কমেছে।
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে যশোর সদরের ৭৬ জন, অভয়নগর ৮ জন, ঝিকরগাছা ১৭ জন, শার্শা ৬ জন, চৌগাছা ১৭ জন, বাগারপাড়া ৭ জন ও মনিরামপুরে ৮ জন।
মঙ্গলবার (১০ আগষ্ট) যশোর সিভিল সার্জন জনাব ডা: রেহনেওয়াজ জানান, যশোরে করোন ভাইরাসের গনটিকাদান কার্যক্রম প্রাথমিক ভাবে শেষ হয়েছে। গত শনিবার থেকে মোট ১০০টি কেন্দ্রে একযোগে টিকাদান করা হয়েছিল। যশোরের ৮ উপজেলায় ৫৬ হাজার ৪০০ জনকে টিকাদানের টার্গেট ছিলো, কিন্তু বিশেষ প্রয়োজনে ৮২২ জনকে বেশী টিকা দিতে হয়েছে। মোট যশোরে ৫৭ হাজার ২২২ জনকে টিকা দেওয়া হয়েছে। যা সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।