গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চিত্রনায়িকা পরীমণিসহ চার জনের রিমান্ড শেষ হওয়ায় তাদের আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে পরীমণিসহ চারজনকে আদালতে নিয়ে যায় সংস্থাটি।
এদিকে চিত্রনায়িকা পরীমণিকে দেখতে তার নানা শামসুল হক আদালতে হাজির হয়েছেন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান পরীর নানা শামসুল হক।
অপর তিনজন হলেন, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ ও পরীমণির কথিত মামা দীপু। মাদক মামলায় তাদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করে সিআইডি।
সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, আদালতে পরীমণিসহ চারজনের বিরুদ্ধে আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।