Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস চলাচল নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১১:১৫ এএম

দেশে আগামীকাল বুধবার (১১ জুলাই) থেকে লকডাউন শিথিল করায় চলাচল করবে সব ধরনের গণপরিবহন। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাসে যাত্রী পরিবহনে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নির্দেশনায় বলা হয়েছে, বাসযাত্রীদের ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের পাশাপাশি দাঁড় করিয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না। গতকাল সোমবার (৯ আগস্ট) এ নির্দেশনা জারি করে বিআরটিএ।

নির্দেশনায় আরো বলা হয়েছে-

১. আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

২. পূর্বের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণপরিবহন চলবে। পূর্বের ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না।

৩. গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৪. যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা যানবাহনের মালিকদের করতে হবে।

৫. গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।



 

Show all comments
  • আবু হুরাইরা ১০ আগস্ট, ২০২১, ১১:৪৯ এএম says : 0
    শুধু গণপরিবহন নয়, সকল কর্ম সেক্টর, প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়া হোক। এবং প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজ দায়িত্বে করোনাকালীন নিরাপদ পরিবেশ তৈরি করে সকল শ্রেণির মানুষগুলোকে আবার পূর্বের স্থানে ফিরে আনা হোক। এবং প্রতিটি গণপরিবহনে করোনা প্রতিরোধ মূলক ব্যবস্থা সৃষ্টি করা হোক। যেমন... হ্যান্ড স্যানিটাইজার, জীবানু নিধন স্প্রে ইত্যাদি। আর শিক্ষা প্রতিষ্ঠানকে অচিরেই খুলে দেওয়া হোক। এবং প্রতিটা প্রতিষ্ঠান থেকে শুরু করে শ্রেনি কার্যক্রম নিরাপদ পরিবেশে সৃষ্টি করা হোক।
    Total Reply(0) Reply
  • al amin ১০ আগস্ট, ২০২১, ১:০৪ পিএম says : 0
    আমাদের পুলিশ ভাইরা যদি রাস্তায় ‍এই ব্যপারে সহযোগিতা করেন, তাহলে ভাড়া বেশি আদায় ও দাড়ায়ে যাত্রি নেয়া বন্ধ হবে।
    Total Reply(0) Reply
  • Md.+Raju+Ahamed ১০ আগস্ট, ২০২১, ২:৪২ পিএম says : 0
    কোন সাস্থ্যবিধি মানা হবেনা আর প্রশাসন শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। কোন বাস হ্যান্ড স্যানিটাইজার রাখেনা এটা প্রশাসনের লোক ও জানে।
    Total Reply(0) Reply
  • সামিউল ১০ আগস্ট, ২০২১, ৮:৪৪ পিএম says : 0
    বাসে সাস্থ বিধির পাশাপাশির বাড়তি ভাড়া যাতে না আদায় করতে পারে সে দিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠিন নজরদারি করতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ