Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশব্যাপী গণটিকায় গণহয়রানি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১০:২১ এএম

গণটিকায় ব্যাপক সাড়া মিললেও অনেকেই টিকা না পেয়ে হয়রানির শিকার হচ্ছে ৷ দেশব্যাপী বহু গণটিকা কেন্দ্রে গণহয়রানির শিকার মানুষজন সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণায়কে দুষছেন নেটিজেনরা। অন্যদিকে কয়েক সপ্তাহ আগে নিবন্ধন করে এখনও এসএমএস না পাওয়া ব্যক্তিরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

গণমাধ্যমে খবরে দেখা যায়, কেউ কেউ দুই দিন লাইনে দাঁড়িয়েও টিকা পাননি৷ লম্বা লাইন থাকতেই টিকা শেষ হয়ে যাচ্ছে৷ মারামারির খবরও পাওয়া যাচ্ছে৷ আর টিকা কেন্দ্রগুলোতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও৷ কেন্দ্রে কেন্দ্রে ২০০ থেকে সাড়ে ৩০০ টিকা দেওয়া হলেও প্রায় সব কেন্দ্রে টিকার চেয়ে গ্রহীতার সংখ্যা ছিল অনেক বেশি। এসব স্থানে ছিল উপচে পড়া ভিড়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং টিকা গ্রহণ একই দিন হওয়ায় অপেক্ষা দীর্ঘতর হয়েছে। শনিবার থেকে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর গেল কয়েকদিন চিত্র দেখা গেছে।

ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আব্দুল মোতালেব লিখেছেন, ‘‘সারাদেশের এই একই চিত্র মানুষের ভোগান্তির শেষ নেই। সারাদেশে আজ গণ টিকা হয়নাই হয়েছে গণ হয়রানি। মানুষের ভোগান্তির শেষ নেই। সরকারি দলের নেতারা তারা প্রভাব বিস্তার করতে পেরেছে তাদের পরিচিতজনরা টিকা পেয়েছে। আর যারা সরকারি দলের নেতাদের পকেটে কিছু দিয়ে খুশি করতে পেরেছে তারাই টিকা পেয়েছে।’’

মোহাম্মাদ সালাহ উদ্দীন লিখেছেন, ‘‘করোনা ভেক্সিনের জন্য যারা খোদে বার্তা বা SMS পাঠানোর কাজে নিয়োজিত,তারা কি ভালোভাবে কাজ করতেছে কি না কর্তৃপক্ষকে মনিটরিং করার আহ্ববান জানাচ্ছি ।’’

ওমর ফারুক লিখেছেন, ‘‘গনটিকার নামে করোনা বৃদ্ধির প্রচেষ্টা মনে হয়। যাদের এক মাস পূর্বে টীকার রেজিস্ট্রেশন করা তারাইতো এখনওটিকা পাননি। তাহলে গণটিকা কার্য্যক্রম কি ভাবে সফল হবে?’’

মোঃ আরিফুল হাসান লিখেছেন, ‘‘কোন প্রকার নিয়মের ভেতরে নেই দেওয়ার দ্বায়িতে যারা আছে,,, তারা অনেকে জানেই না কেমনে করে টিকা দিতে হয়,,,স্বাস্থবিধি তো নেই,,,।’’

রাকিব আহামেদের অভিযোগ, ‘‘এটা সাস্থ মন্ত্রী জাহেদ মালেক এর প্ল্যান, ওনি চাইতাছে করোনা এমন আকার ধারন করুক যাতে প্রতি দিন ৫০০/ ১০০০ মানুষ মারা যায়, তাহলে উনি বিদেশ থেকে বিভিন্ন জিনিস আমদানি করে মহা দুর্নীতি করতে পারে,৪৫০০০ হাজার এর বেড,৩৫০০০০,এই গনোটিকা কার্যক্রম সুন্দর শৃঙ্খল ভাবে করা যেতো, জাহেদ মালেক কে সরায় দিলে বাংলাদেশের ১৮ কোটি জনগন শান্তি পাবে, করোনা ও নিয়ন্ত্রণে চলে আসবে।’’

 



 

Show all comments
  • Shanto ১০ আগস্ট, ২০২১, ১০:৩২ এএম says : 0
    এখন যেকোন মানুষ যেকোনো কারণে মৃত্যুবরণ করলে সেটাকে কথিত ভাইরাসের মাধ্যমে মৃত্যু হয়েছে বলে তার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক এবং ভয় জাগ্রত করে মিথ্যা লকডাউন প্রয়োগের মাধ্যমে সাধারণ জনগণকে নানাভাবে শোষণ জুলুম করা হচ্ছে। সারা পৃথিবীব্যাপী এখন এই বিষয়টি স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে কথিত করোনা ভ্যাকসিন নিয়ে শত শত হাজার হাজার মানুষ নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, যে সমস্ত দেশে ব্যাপকহারে টিকা কার্যক্রম হচ্ছে সেই সমস্ত দেশে ব্যাপকহারে কথিত কোভিদ 19 আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক, এর কারণ কি?
    Total Reply(0) Reply
  • Md Mijanur Rahman ১০ আগস্ট, ২০২১, ১২:১০ পিএম says : 0
    THIIS IS BD RAILWAY
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ