Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে আজ থেকে টিকা দেয়া শুরু

প্রথম পর্যায়ে টিকার আওতায় আসছে ৪৮ হাজার ৬০০ জন রোহিঙ্গা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৮:২৯ এএম

উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়কারী ডা. আবু তোহা ভুঁইয়া বলেন, ‘আজ থেকে তিন দিন উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে মোট ৪৮ হাজার ৬০০ জন রোহিঙ্গা নাগরিককে করোনার টিকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যাদের বয়স ৫৫ এবং তদূর্ধ্ব প্রথম পর্যায়ে তাদের এই টিকা দেওয়া হবে। ৩৪টি ক্যাম্পে মোট ৫৮টি টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে দুজন প্রশিক্ষিত টিকাদানকারী এবং তিন জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।’

টিকাদান কেন্দ্রের কার্যক্রম তদারকির জন্য একাধিক টিম মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর ইউএনএইচসিআর-এর সহযোগিতায় সেনাবাহিনী তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের পরিচয় তালিকাভুক্ত করে। এর ভিত্তিতেই টিকা দেওয়া হবে।’

কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, ‘ চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা দেওয়া হবে রোহিঙ্গাদের। পরবর্তীতে সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে ক্যাম্পে আশ্রিত সব রোহিঙ্গাকে টিকার আওতায় আনা হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ