Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধী দলের উচিত নির্বাচনী সংস্কারে সাহায্য করা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানে পাঞ্জাবের গভর্নর চৌধুরী সারোয়ার বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বাহ্যিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘বিরোধী দলেরও উচিত নির্বাচনী সংস্কারের ইস্যুতে সরকারকে সমর্থন করা’। গত রোববার গভর্নর হাউসে চতুর্থ স্তম্ভের ভিজিল্যান্ট মিডিয়া ওয়াচডগের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক দেউলিয়া থেকে পাকিস্তানকে বাঁচানোর কৃতিত্ব প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার অর্থনৈতিক টিমের’। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করছে’। গভর্নর প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেন যে, তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগসহ পাঞ্জাবের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করতে তার ভ‚মিকা পালন করবেন।

ইউনিভার্সিটি অফ হোম ইকোনমিক্সের ভাইস চ্যান্সেলর কানওয়াল আমিনও তাকে ডেকে বিশ্ববিদ্যালয়ের বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সারওয়ার আরো বলেন, চ্যান্সেলর হিসেবে তিনি যোগ্যতার ভিত্তিতে সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করেছেন। তিনি বলেন, পিটিআই নেতৃত্বাধীন সরকার শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করেছে। ‘এ কারণেই প্রথমবারের মতো পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হচ্ছে’। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ